ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

স্বামীর সহযোগিতায় স্ত্রীর ওপর নারকীয় গণধর্ষণ, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, বান্দরবান
  • ১২:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 119
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের লামা উপজেলায় এক নারীর ওপর স্বামীর সহযোগিতায় ছয়জনের গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা ভ্যালী এগেইন নামক দুটি রিসোর্টে ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। ধর্ষণের শিকার নারী নিজেই বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত শনিবার মিরিঞ্জা ভ্যালী রিসোর্টের নাইট গার্ড রুবেল (৩২) তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রিসোর্টে যায়। সেখানে রুবেল ও তার পাঁচ সহযোগী মিলে চারদিন ধরে ওই নারীকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে গণধর্ষণ করে। গত মঙ্গলবার দুপুরে নারী রিসোর্ট থেকে পালিয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। প্রাথমিক চিকিৎসার পর তিনি থানায় গিয়ে পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

আরও পড়ুন: তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

মামলায় রুবেল ও তার বন্ধু সাগর (৩০) সহ মোট চারজনকে নামজাদা এবং দুইজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নামজাদা আসামিদের মধ্যে রয়েছেন লামা পৌরসভার মধুঝিরি এলাকার জহির (৪০) ও লাইনঝিরি এলাকার মামুন (২৮)। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

পুলিশ ইতিমধ্যে রুবেল ও সাগরকে গ্রেফতার করেছে। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল করিম ঘটনাটি নিশ্চিত করে জানান, মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা ভ্যালী এগেইন রিসোর্টে স্বামীর সহযোগিতায় নারীর ওপর গণধর্ষণের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের দ্রুত পদক্ষেপ কামনা করা হচ্ছে।

সূত্র: dhakamail

স্বামীর সহযোগিতায় স্ত্রীর ওপর নারকীয় গণধর্ষণ, গ্রেফতার ২

১২:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

বান্দরবানের লামা উপজেলায় এক নারীর ওপর স্বামীর সহযোগিতায় ছয়জনের গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা ভ্যালী এগেইন নামক দুটি রিসোর্টে ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। ধর্ষণের শিকার নারী নিজেই বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত শনিবার মিরিঞ্জা ভ্যালী রিসোর্টের নাইট গার্ড রুবেল (৩২) তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রিসোর্টে যায়। সেখানে রুবেল ও তার পাঁচ সহযোগী মিলে চারদিন ধরে ওই নারীকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে গণধর্ষণ করে। গত মঙ্গলবার দুপুরে নারী রিসোর্ট থেকে পালিয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। প্রাথমিক চিকিৎসার পর তিনি থানায় গিয়ে পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

আরও পড়ুন: তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

মামলায় রুবেল ও তার বন্ধু সাগর (৩০) সহ মোট চারজনকে নামজাদা এবং দুইজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নামজাদা আসামিদের মধ্যে রয়েছেন লামা পৌরসভার মধুঝিরি এলাকার জহির (৪০) ও লাইনঝিরি এলাকার মামুন (২৮)। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

পুলিশ ইতিমধ্যে রুবেল ও সাগরকে গ্রেফতার করেছে। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল করিম ঘটনাটি নিশ্চিত করে জানান, মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা ভ্যালী এগেইন রিসোর্টে স্বামীর সহযোগিতায় নারীর ওপর গণধর্ষণের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের দ্রুত পদক্ষেপ কামনা করা হচ্ছে।

সূত্র: dhakamail