নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

- আপডেট সময় : ০৩:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / 51
নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম শেখ নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামের হেকমত শেখের ছেলে।
আরও পড়ুন: ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার চর-জয়নগর গ্রামে পিরু শেখ ও আনসার মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় আকরাম শেখ স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে প্রতিপক্ষের ১৫-২০ জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট