ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ইফতার নিয়ে মারামারি, সাংবাদিকসহ ৬ জন আহত!

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 57

ছবি: সংগৃহীত

প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে ইফতারের প্যাকেট না পেয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় শহরের আজাদ ডাক্তার মোড় সংলগ্ন খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন— দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ হাসান (২৮), দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০), এবং ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে (২৭)। এছাড়াও আহত হয়েছেন জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪), মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করছিল তার পরিবার। তবে খাবারের প্যাকেট কম পড়ে যাওয়ায় স্থানীয়দের সঙ্গে মাইক্রোবাস ড্রাইভারদের তর্কাতর্কি এবং মারামারি শুরু হয়। এ ঘটনায় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে পুলিশের উপস্থিতিতেই দেশ টিভির রিয়াদ, দৈনিক দেশ সংবাদ পত্রিকার সালাউদ্দিন মিঠু ও ডিবিসি নিউজের সানজিদুল আকন্দ মাশফিকের ওপর ব্যাপক হামলা চালানো হয়। হামলাকারীরা তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং আইডি কার্ড ছিনিয়ে নেয়।

আরও পড়ুন: নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ডিবিসি নিউজের সানজিদুল আকন্দ মাশফিক বলেন, “ইফতার নিয়ে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভিডিও করার সময় কয়েকজন লোক আমাদের ওপর হামলা করে এবং মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে ব্যর্থ হলে আমাদের ওপর হামলা চালায়। পরে তারা আমাদের তিনটি মোবাইল ফোন ও আইডি কার্ড নিয়ে চলে যায়।”

এ বিষয়ে জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে আক্রমণ স্বাধীন সাংবাদিকতার জন্য বড় ধরনের হুমকি। হামলায় পুলিশ বাহিনীর ভূমিকা ছিল হতাশাজনক।”

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম বলেন, “সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।”

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আহতদের চিকিৎসা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র: ঢাকা পোস্ট

নিউজটি শেয়ার করুন

ইফতার নিয়ে মারামারি, সাংবাদিকসহ ৬ জন আহত!

আপডেট সময় : ০৪:১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

জামালপুরে ইফতারের প্যাকেট না পেয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় শহরের আজাদ ডাক্তার মোড় সংলগ্ন খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন— দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ হাসান (২৮), দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০), এবং ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে (২৭)। এছাড়াও আহত হয়েছেন জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪), মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করছিল তার পরিবার। তবে খাবারের প্যাকেট কম পড়ে যাওয়ায় স্থানীয়দের সঙ্গে মাইক্রোবাস ড্রাইভারদের তর্কাতর্কি এবং মারামারি শুরু হয়। এ ঘটনায় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে পুলিশের উপস্থিতিতেই দেশ টিভির রিয়াদ, দৈনিক দেশ সংবাদ পত্রিকার সালাউদ্দিন মিঠু ও ডিবিসি নিউজের সানজিদুল আকন্দ মাশফিকের ওপর ব্যাপক হামলা চালানো হয়। হামলাকারীরা তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং আইডি কার্ড ছিনিয়ে নেয়।

আরও পড়ুন: নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ডিবিসি নিউজের সানজিদুল আকন্দ মাশফিক বলেন, “ইফতার নিয়ে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভিডিও করার সময় কয়েকজন লোক আমাদের ওপর হামলা করে এবং মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে ব্যর্থ হলে আমাদের ওপর হামলা চালায়। পরে তারা আমাদের তিনটি মোবাইল ফোন ও আইডি কার্ড নিয়ে চলে যায়।”

এ বিষয়ে জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে আক্রমণ স্বাধীন সাংবাদিকতার জন্য বড় ধরনের হুমকি। হামলায় পুলিশ বাহিনীর ভূমিকা ছিল হতাশাজনক।”

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম বলেন, “সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।”

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আহতদের চিকিৎসা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র: ঢাকা পোস্ট