জার্মানির ভিসার জন্য ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অপেক্ষমাণ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / 47
বর্তমানে প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য অপেক্ষমাণ রয়েছেন। এই তথ্য দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।
তিনি জানান, ২০২৪ ও ২০২৫ সালের প্রথম তিন মাসে এসব শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন।
বুধবার (১২ মার্চ) এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে এই তথ্য শেয়ার করেছেন রাষ্ট্রদূত ট্রোস্টার।
তার দেওয়া তথ্যানুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ এবং চতুর্থ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য আবেদন করেছেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এইভাবে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮০।