জামায়াত আমিরের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

- আপডেট সময় : ০৭:০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / 54
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
আরও পড়ুন: সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাসের জন্য বৃদ্ধি
বৈঠক শেষে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, এটি প্রথমবার যে কোনো রুশ রাষ্ট্রদূত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে তাদের আগে থেকেই যোগাযোগ ছিল, তবে অফিসিয়ালভাবে এটি প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
তিনি আরও জানান, বৈঠকে রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক, অর্থায়ন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামীর দৃষ্টিকোণ থেকে কেমন বাংলাদেশ প্রত্যাশিত, সেই বিষয়েও বিস্তারিত কথা হয়েছে।
আলোচনায় দুটি বিষয়ে মতৈক্যে পৌঁছানো হয়েছে—বাংলাদেশে রাশিয়ার আর্থিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধি এবং জামায়াতে ইসলামী সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা। এছাড়া, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়ার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বৈঠকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গও আলোচনায় এসেছে বলে জানান তাহের।