মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে

- আপডেট সময় : ০৭:৪৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / 73
মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছরের শিশুটি মারা গেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি আজ ১৩ মার্চ দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায়।
শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এর মধ্যে দুইবার তাকে স্থিতিশীল করা সম্ভব হলেও তৃতীয়বার হৃদস্পন্দন ফিরে আসেনি।
এদিকে, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছিল। বুধবার সেনাবাহিনী জানায় শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।
শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস, এবং আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
গত ৫ মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়। এই ঘটনায় ধর্ষণের অভিযোগে শিশুটির মা মামলা করেন। মামলা দায়েরের পর শিশুটির বোনের স্বামী, বোনের শ্বশুর, শাশুড়ি এবং ভাশুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে পুলিশ তদন্ত করছে।