সদরপুরে আমগাছে ঝুলন্ত লাশ উদ্ধার

রানা অর্নব, সদরপুর
- আপডেট সময় : ১১:০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 225
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামে সিদ্দিক মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। তিনি ওই গ্রামের মল্লিক বাড়ির মুসা মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সিদ্দিক মোল্লা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে স্থানীয় কয়েকজন মহিলা ফসলি জমিতে কাজ করতে গেলে আমগাছের ডালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে। তাদের চিৎকারে মৃতের পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে জাকের পার্টি চেয়ারম্যানের গভীর শোক
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।