বিএনপির পতন শুরু হয় আমাদের কথা না শোনার পর: ফরহাদ মজহার

- আপডেট সময় : ১২:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 51
বিশিষ্ট কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, বিএনপির পতন শুরু হয় যখন তারা আমাদের কথা শোনা বন্ধ করে দেয়। শনিবার (১৫ মার্চ) দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বেগম খালেদা জিয়ার উদাহরণ টেনে বলেন, এই গণঅভ্যুত্থান সফল হতো না যদি খালেদা জিয়া আগের সরকারের বিরুদ্ধে আপোষহীন অবস্থান না নিতেন। তিনি আরও বলেন, যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তারা সময়ের সাথে হারিয়ে যাবে।
১৯৭২ সালের সংবিধান প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, এটি জনগণের সংবিধান ছিল না, বরং এটি তৈরি করা হয়েছিল দিল্লির হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য।
বর্তমান সরকার সম্পর্কে তিনি বলেন, ড. ইউনূসকে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসানো হয়েছে। তিনি এ সরকারকে রক্ত দিয়ে নির্বাচিত সরকার হিসেবেও উল্লেখ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় লেখক ও গবেষক বেনজীন খান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।