শরীয়তপুরে জাকের পার্টির উদ্যোগে ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৩:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 118
মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ (উরসে খাস) ২০২৫ উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় জাকের পার্টির উদ্যোগে এক বিশাল দাওয়াতী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, জাকের পার্টির নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শনিবার (১৬ মার্চ) আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির শরীয়তপুর জেলা সভাপতি মোঃ বাদল কাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে জাকের পার্টি চেয়ারম্যানের গভীর শোক
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মুফতি কাউছার আহমেদ চাঁদপুরী। তিনি ইসলামের সুমহান আদর্শ, বিশ্ব ফাতেহা শরীফের তাৎপর্য এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে জাকের পার্টির ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। জাকের পার্টি সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে জাকের পার্টির নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
প্রথম পোস্ট/শরিফ