ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে বিস্ময় ২১০ নাগরিকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 59
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারীর ওপর হামলা, হুমকি এবং মব সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে সরকারের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ২১০ জন বিশিষ্ট নাগরিক।

শনিবার (১৫ মার্চ) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১১ মার্চ দুপুরে “ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ” ব্যানারে ৯ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি পেশের কর্মসূচি ছিল। এ কর্মসূচিতে নারীদের ওপর পুলিশের নগ্ন হামলার অভিযোগ তোলা হয়, যেখানে কোনো নারী পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

আরও পড়ুন: এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয় বাংলাদেশ: সিপিডি

হামলার পর, ১২ মার্চ পুলিশ আহতদের মধ্যে ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। এতে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ডের নামও অন্তর্ভুক্ত করা হয়, যদিও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এরপর, ১৪ মার্চ রাতে ডিবি পুলিশ তার বাসায় গিয়ে গ্রেপ্তার করার চেষ্টা করে। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ কিছু দূর নিয়ে গিয়েও শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়।

সরকারের এই পদক্ষেপে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, “আমরা অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের হামলা-বাধা-মামলা বন্ধ করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে, অগণতান্ত্রিক, সন্ত্রাসী ও বৈষম্যবাদী অপশক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে সই করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ, ইউনিভার্সিটি অব লিবারাল আর্টসের অধ্যাপক সলিমুল্লাহ খান, ব্যারিস্টার জ্যোতির্ময় বডুয়া, অ্যাডভোকেট মানজুর আল মতিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ নিজার, একই বিশ্ববিদ্যালয়ের মির্জা তাসলিমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন, হাসনাত কাইয়ুম, তুহিন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ২১০ জন বিশিষ্ট নাগরিক।

প্রথম  পোস্ট/এসআই

নিউজটি শেয়ার করুন

প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে বিস্ময় ২১০ নাগরিকের

আপডেট সময় : ০৪:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারীর ওপর হামলা, হুমকি এবং মব সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে সরকারের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ২১০ জন বিশিষ্ট নাগরিক।

শনিবার (১৫ মার্চ) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১১ মার্চ দুপুরে “ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ” ব্যানারে ৯ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি পেশের কর্মসূচি ছিল। এ কর্মসূচিতে নারীদের ওপর পুলিশের নগ্ন হামলার অভিযোগ তোলা হয়, যেখানে কোনো নারী পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

আরও পড়ুন: এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয় বাংলাদেশ: সিপিডি

হামলার পর, ১২ মার্চ পুলিশ আহতদের মধ্যে ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। এতে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ডের নামও অন্তর্ভুক্ত করা হয়, যদিও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এরপর, ১৪ মার্চ রাতে ডিবি পুলিশ তার বাসায় গিয়ে গ্রেপ্তার করার চেষ্টা করে। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ কিছু দূর নিয়ে গিয়েও শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়।

সরকারের এই পদক্ষেপে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, “আমরা অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের হামলা-বাধা-মামলা বন্ধ করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে, অগণতান্ত্রিক, সন্ত্রাসী ও বৈষম্যবাদী অপশক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে সই করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ, ইউনিভার্সিটি অব লিবারাল আর্টসের অধ্যাপক সলিমুল্লাহ খান, ব্যারিস্টার জ্যোতির্ময় বডুয়া, অ্যাডভোকেট মানজুর আল মতিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ নিজার, একই বিশ্ববিদ্যালয়ের মির্জা তাসলিমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন, হাসনাত কাইয়ুম, তুহিন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ২১০ জন বিশিষ্ট নাগরিক।

প্রথম  পোস্ট/এসআই