ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২৮ স্কোর নিয়ে ১৫তম

- আপডেট সময় : ০৪:০০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 58
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ (রোববার) ১৫তম অবস্থানে রয়েছে ঢাকা। এদিন সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১২৮, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এ তালিকায় ১৭১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই। দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের দোহা, স্কোর ১৬২। তৃতীয় স্থানে আছে আজারবাইজানের বাকু, যার স্কোর ১৬০।
আরও পড়ুন: তিতুমীর কলেজকে স্বতন্ত্র ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের তিন দিনের আল্টিমেটাম
বাতাসের মান বিশ্লেষণ করে একিউআই স্কোর নির্ধারণ করা হয়, যা বায়ুর দূষণের মাত্রা ও তার সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে তথ্য দেয়।
একিউআই স্কোর ১০১-১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।