অলিম্পিকে ভারতের জন্য খেলতে ফিরতে পারেন বিরাট কোহলি, তবে শর্ত আছে

- আপডেট সময় : ১০:২৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 67
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তবে তিনি নিজেই জানান, এটি তার চূড়ান্ত বিদায় নয়। তার ফিরতে আবারও সম্ভাবনা রয়েছে, তবে তাতে একটি বিশেষ শর্তও জুড়ে দিয়েছেন তিনি।
২০২৮ সালে, দীর্ঘ ১২৮ বছর পর, অলিম্পিকে ফিরছে ক্রিকেট—তাও টি-টোয়েন্টি ফরম্যাটে। সম্প্রতি একটি অনুষ্ঠানে কোহলি বলেন, ‘‘যদি ভারত অলিম্পিক ফাইনালে পৌঁছায়, তাহলে আমি সম্ভবত অবসর ভেঙে এক ম্যাচের জন্য মাঠে ফিরতে পারি। অলিম্পিকের পদক গলায় ঝুলানোর অনুভূতি হবে একেবারেই ভিন্ন।’’
কোহলি মনে করেন, ক্রিকেটের জন্য অলিম্পিক একটি বড় সুযোগ। তিনি আরও বলেন, ‘‘অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি ভারতের জন্য এক বিশাল সুযোগ। যদি পদক জিততে পারি, সেটা হবে অসাধারণ সাফল্য। এর পেছনে আইপিএলের বড় ভূমিকা রয়েছে। এখন আমরা বিশ্বমঞ্চে আরও শক্তিশালীভাবে নিজেদের তুলে ধরতে পারব। তরুণদের জন্য এটি দারুণ একটি প্ল্যাটফর্ম।’’
আরও পড়ুন: চরফ্যাশনে শিশুকে বলাৎকার, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
অবসরের পর জীবন কেমন হবে—এই প্রশ্নে কোহলি বলেন, ‘‘আমি কোনো নাটকীয় ঘোষণা দেব না। এখনো খেলা উপভোগ করছি। জয় লাভের তাড়না, মাঠের উত্তেজনা, সবকিছুই এখনও আমাকে উত্তেজিত করে তোলে। যতদিন এই আবেগ থাকবে, ততদিন খেলা চালিয়ে যাব। এখন আর কোনো রেকর্ড বা অর্জনের জন্য খেলি না, খেলি ভালোবাসা থেকে।’’