ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ভারতে খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 53
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তর প্রদেশের মিরাটে আইআইএমটি বিশ্ববিদ্যালয়ে খোলা স্থানে নামাজ আদায়ের অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, হোলি উৎসবের সময় বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় এক শিক্ষার্থী নামাজ আদায় করেন এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়। এরপর স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর প্রতিবাদের জেরে খালিদ প্রধান নামের ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার জন্য খালিদ প্রধানসহ তিনজন নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে এবং ভিডিও আপলোড করার ঘটনায় তার বিরুদ্ধে পুলিশি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: শিবগঞ্জে জাকের পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুলিশের সার্কেল অফিসার সদর দেহাত শিব প্রতাপ সিং ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর খালিদ প্রধানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গঙ্গা নগর থানার এসএইচও অনুপ সিং জানান, কার্তিক হিন্দু নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা ২৯৯ এবং তথ্যপ্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর আওতায় মামলা রুজু করা হয়েছে।

আইআইএমটি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সুনীল শর্মা জানিয়েছেন, অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ আদায় করা হয়েছিল এবং এর ভিডিও সামাজিক সম্প্রীতি ব্যাহত করার উদ্দেশ্যে আপলোড করা হয়।

উল্লেখ্য, এ বছর হোলি উৎসব রমজান মাসের দ্বিতীয় শুক্রবারে উদযাপিত হয়েছে। হোলির কারণে ভারতের বিভিন্ন স্থানে জুমার নামাজের সময় পরিবর্তন করা হয়, এবং কোথাও কোথাও মসজিদ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ভারতে খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার

আপডেট সময় : ০৫:১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

ভারতের উত্তর প্রদেশের মিরাটে আইআইএমটি বিশ্ববিদ্যালয়ে খোলা স্থানে নামাজ আদায়ের অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, হোলি উৎসবের সময় বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় এক শিক্ষার্থী নামাজ আদায় করেন এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়। এরপর স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর প্রতিবাদের জেরে খালিদ প্রধান নামের ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার জন্য খালিদ প্রধানসহ তিনজন নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে এবং ভিডিও আপলোড করার ঘটনায় তার বিরুদ্ধে পুলিশি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: শিবগঞ্জে জাকের পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুলিশের সার্কেল অফিসার সদর দেহাত শিব প্রতাপ সিং ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর খালিদ প্রধানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গঙ্গা নগর থানার এসএইচও অনুপ সিং জানান, কার্তিক হিন্দু নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা ২৯৯ এবং তথ্যপ্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর আওতায় মামলা রুজু করা হয়েছে।

আইআইএমটি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সুনীল শর্মা জানিয়েছেন, অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ আদায় করা হয়েছিল এবং এর ভিডিও সামাজিক সম্প্রীতি ব্যাহত করার উদ্দেশ্যে আপলোড করা হয়।

উল্লেখ্য, এ বছর হোলি উৎসব রমজান মাসের দ্বিতীয় শুক্রবারে উদযাপিত হয়েছে। হোলির কারণে ভারতের বিভিন্ন স্থানে জুমার নামাজের সময় পরিবর্তন করা হয়, এবং কোথাও কোথাও মসজিদ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।