ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 55

ফাইল ছবি

প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (১৭ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’একটি স্থানে দমকা/ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

আরও পড়ুন: আমতলীতে ইসমাইল শাহ মাজারে আগুন ও ভাঙচুর, আহত ২০

সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি স্থানে দমকা/ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া, বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

আগামী পাঁচ দিনের আবহাওয়া সম্পর্কে সংস্থাটি জানিয়েছে, এই সময়ের শুরুতে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় : ০৫:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (১৭ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’একটি স্থানে দমকা/ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

আরও পড়ুন: আমতলীতে ইসমাইল শাহ মাজারে আগুন ও ভাঙচুর, আহত ২০

সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি স্থানে দমকা/ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া, বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

আগামী পাঁচ দিনের আবহাওয়া সম্পর্কে সংস্থাটি জানিয়েছে, এই সময়ের শুরুতে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।