শিক্ষকের খামার থেকে গরু চুরি: পালানোর সময় ৩ চোর গ্রেপ্তার

- আপডেট সময় : ০৭:১৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 41
মাদারীপুরের রাজৈরে এক কলেজ শিক্ষকের খামার থেকে গরু চুরির ঘটনায় তিনজন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে রাজৈর উপজেলার টেকেরহাট হাজী হাসমত ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
ভুক্তভোগী শ্যামল কান্তি গাইন (৫৮) গোপালগঞ্জ উলপুর এম এইচ খান ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক।
গ্রেপ্তারকৃতরা হলেন— গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মাঝিগাতী গ্রামের আব্দুর রহমান খন্দকারের ছেলে মো. টুটুল (২৮), ফরিদপুরের সালথা উপজেলার কার্তিবাতাই গ্রামের মুন্নু ফকিরের ছেলে ফরহাদ (১৯), রাজবাড়ীর কালুখালী উপজেলার চৌমুহনী গ্রামের ইসমাইলের ছেলে সোহেল (২৮)। এদের মধ্যে সোহেলের নামে আরো ৫টি ও টুটুলের নামে আরো ২টি চুরির মামলা রয়েছে।
আরও পড়ুন: ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
সোমবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।
পুলিশ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, কয়েক বছর আগে কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা গ্রামের শিক্ষক শ্যামল একটি গরুর খামার তৈরি করেন। রোববার রাতে তিনি ৬টি গরু খামারে রেখে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে খামার থেকে বাছুরের ডাক শুনে তিনি বের হয়ে দেখেন ৫টি গরু চুরি হয়ে গেছে। এসময় তিনি জানতে পারেন একটি ট্রাকে করে গরু নেওয়া হয়েছে। তিনি বিভিন্ন স্থানে ফোন করে লোকজনকে অবহিত করেন। পরে ঢাকা-বরিশাল মহাসড়কে উঠার উদ্দেশ্যে টেকেরহাট এলাকায় এলে স্থানীয়রা ট্রাকটি আটক করে। ট্রাকের নম্বর ছিল ঢাকা মেট্রো ডি-১৪-৮৮০২। পরে ৫টি গরুসহ ৩ চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এসময় ট্রাক ড্রাইভারসহ ৫ চোর পালিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষক শ্যামল কান্তি গাইন জানান, শখের বশে তিনি গরুর খামার তৈরি করেছেন। তিনি মূলত ডিগ্রি কলেজের শিক্ষক। তার মোট ৬টি গরু ছিল। গত রাত প্রায় দেড়টার দিকে খামার থেকে বাছুরের ডাক শুনে তিনি প্রথমে কিছু মনে করেননি। পরে আরো বেশি ডাক শুনে সন্দিহান হয়ে বের হয়ে দেখেন খামারে গরু নেই। পরে একজনের কাছ থেকে জানতে পারেন একটি ট্রাকে কয়েকটি গরু নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি সবাইকে ডেকে বিভিন্ন জায়গায় ফোন করে জানান। রাত ৩টার দিকে টেকেরহাট তেলপাম্পের কাছে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গ্রেপ্তার হওয়া সোহেল বলেন, তিনি এইচএসসি পাস করে চাকরির জন্য ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। সেই টাকা হারানোর পর তিনি চুরির পেশা বেছে নেন। এর আগে তিনি দিনে চুরি করলেও রাতে কখনো চুরি করেননি। তিনি আরো জানান, তারা ৮ জন ছিল, যার মধ্যে ৫ জন পালিয়ে গেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ৫টি গরুসহ ৩ চোরকে আটক করা হয়েছে। এছাড়াও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
সূত্র: dhakapost.com