সালথায় দুই পক্ষের সংঘর্ষে ১৬টি বাড়িঘর ভাঙচুর

- ০৭:৪০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 123
ফরিদপুরের সালথা উপজেলার সালথা বাগবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬টি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
গত রাতে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এলাকাবাসীর বর্ণনায়, সালথার বাগবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এক পক্ষের নেতৃত্ব দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য (বর্তমানে বহিষ্কৃত) আছাদ মাতুববর (৪৫)। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন বাগবাড়ি গ্রামের বাসিন্দা ও ফরিদপুর পৌর জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা (৪৩)।
আরও পড়ুন: বগুড়ায় শিশু ধর্ষণে অভিযুক্ত আসামি নূর ইসলাম গ্রেপ্তার
বিএনপি নেতা আছাদ মাতুববরের সমর্থক আফতাব মৃধা এবং জামায়াত কর্মী জাহাঙ্গীর মোল্লার সমর্থক তুরাপ মাতুববরের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, বাড়িঘরে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সোমবার দুপুর পর্যন্ত বিবাদমান কোনো পক্ষ থানায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেননি।
সূত্র: ঢাকা পোস্ট