ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে গণধর্ষণ, গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 49
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে এক গৃহবধূকে (১৯) রাস্তা থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন: উপজেলার মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মমিনের ছেলে মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন (২৩) এবং মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)। এদের মধ্যে চারজন সরাসরি ধর্ষণে জড়িত ছিলেন, আর বিলকিছ আক্তার কল্পনা ধর্ষণে সহায়তা করার অভিযোগে আটক হয়েছেন।

নোয়াখালীর সোনাপুর এলাকার এক তরুণী ও তার স্বামী গত বৃহস্পতিবার (১৩ মার্চ) লাকসামে তার নানা শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরদিন শুক্রবার (১৪ মার্চ) তারা বাড়ি ফেরার জন্য লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজি অটোরিকশায় উঠেন। অটোরিকশা চালক মো. মাসুদ তাদের সম্পর্কে সন্দেহ প্রকাশ করে কৌশলে লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। সেখানে মাসুদের সঙ্গে গ্রেফতারকৃত অন্য চারজন যোগ দেন। তারা দম্পতির ব্যাগ তল্লাশি করে স্বামীকে ফেলে রেখে তরুণীকে অপহরণ করে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে যান।

আরও পড়ুন: সালথায় দুই পক্ষের সংঘর্ষে ১৬টি বাড়িঘর ভাঙচুর

এরপর তরুণীকে লাকসামের পাইকপাড়া এলাকায় সাবেক মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তাকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় বিলকিছ আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করা হয়।

পরে ভুক্তভোগীর স্বামী পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তরুণীকে উদ্ধার করে। শনিবার (১৬ মার্চ) ভুক্তভোগীর মা লাকসাম থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

ওসি নাজনীন সুলতানা জানান, মামলার পর ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) তাদের আদালতে তোলা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

 

সূত্র: ঢাকা মেইল

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে গণধর্ষণ, গ্রেফতার ৫

আপডেট সময় : ০৭:৫৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

কুমিল্লার লাকসামে এক গৃহবধূকে (১৯) রাস্তা থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন: উপজেলার মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মমিনের ছেলে মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন (২৩) এবং মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)। এদের মধ্যে চারজন সরাসরি ধর্ষণে জড়িত ছিলেন, আর বিলকিছ আক্তার কল্পনা ধর্ষণে সহায়তা করার অভিযোগে আটক হয়েছেন।

নোয়াখালীর সোনাপুর এলাকার এক তরুণী ও তার স্বামী গত বৃহস্পতিবার (১৩ মার্চ) লাকসামে তার নানা শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরদিন শুক্রবার (১৪ মার্চ) তারা বাড়ি ফেরার জন্য লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজি অটোরিকশায় উঠেন। অটোরিকশা চালক মো. মাসুদ তাদের সম্পর্কে সন্দেহ প্রকাশ করে কৌশলে লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। সেখানে মাসুদের সঙ্গে গ্রেফতারকৃত অন্য চারজন যোগ দেন। তারা দম্পতির ব্যাগ তল্লাশি করে স্বামীকে ফেলে রেখে তরুণীকে অপহরণ করে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে যান।

আরও পড়ুন: সালথায় দুই পক্ষের সংঘর্ষে ১৬টি বাড়িঘর ভাঙচুর

এরপর তরুণীকে লাকসামের পাইকপাড়া এলাকায় সাবেক মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তাকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় বিলকিছ আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করা হয়।

পরে ভুক্তভোগীর স্বামী পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তরুণীকে উদ্ধার করে। শনিবার (১৬ মার্চ) ভুক্তভোগীর মা লাকসাম থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

ওসি নাজনীন সুলতানা জানান, মামলার পর ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) তাদের আদালতে তোলা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

 

সূত্র: ঢাকা মেইল