মিরপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

- আপডেট সময় : ০৯:১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 51
রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার পাঁচ নম্বর অ্যাভিনিউয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় হালিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হালিমা বেগমকে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হালিমা বেগমের জামাই সেলিম জানান, সকালে মিরপুর-১১ নম্বরের পাঁচ নম্বর অ্যাভিনিউয়ের ৫ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় গলি থেকে বের হওয়া একটি ট্রাক তার শাশুড়িকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পর দুপুর ২টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন:বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে রেলওয়ের টিএলআর শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলেও তিনি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনা পল্লবী থানা পুলিশকে জানানো হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট