বাংলাদেশ সিটিজেন পার্টির ১৯ দফা দাবি উত্থাপন

- আপডেট সময় : ০৯:২৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 56
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার পাশাপাশি ১৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)। সোমবার (১৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ড. আসলাম আল মেহেদী লিখিত বক্তব্যে এসব দাবি উপস্থাপন করেন।
দলটির উত্থাপিত গুরুত্বপূর্ণ দাবিসমূহ হলো:
আরও পড়ুন: মিরপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
১. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’ গঠন। ২. বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা এবং বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা হ্রাস। ৩. নারীর অগ্রগতি ও সমৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় নীতির পুনর্বিন্যাস। ৪. গণতন্ত্র ও মৌলিক অধিকার সংরক্ষণের জন্য স্বাধীন মতপ্রকাশ ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা। ৫. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন। ৬. দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। ৭. মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে দমনমূলক আইন বাতিল। ৮. বহুমাত্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। ৯. প্রতিরক্ষা নীতির পুনর্গঠন করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। ১০. কৃষি, শিল্পায়ন ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্বিন্যাস করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। ১১. নতুন উদ্যোক্তা ও ব্যবসার উন্নয়নের জন্য নীতি সংস্কার। ১২. ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণ। ১৩. শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। ১৪. জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রতারণা ও দুর্নীতি প্রতিরোধ। ১৫. কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন ও মানসম্পন্ন কারিগরি শিক্ষা প্রসার। ১৬. বেকারত্ব নিরসনে জাতীয় কর্মসংস্থান পরিকল্পনা বাস্তবায়ন। ১৭. সড়ক, নৌ ও রেলপথ নিরাপত্তায় টেকসই ব্যবস্থা গড়ে তোলা। ১৮. মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন। ১৯. পরিবেশ সুরক্ষা ও সরকারি জমি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
বিসিপি নেতৃবৃন্দ মনে করেন, এসব দাবির বাস্তবায়ন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।