ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

চিকিৎসার প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নেত্রকোণা
  • আপডেট সময় : ১১:০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 60
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণায় চিকিৎসার কথা বলে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হামিদ (৬৭) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আব্দুল হামিদ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে।

নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান সোমবার (১৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোণা পৌর শহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় নেত্রকোণা পৌর শহরের জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ডান পাশে অবস্থিত জজ মিয়ার দোকানের পেছনে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী কিশোরী তার মাকে ঘটনাটি জানালে মা আরও জানতে পারেন যে, এ ঘটনার আগেও অভিযুক্ত কবিরাজি চিকিৎসার কথা বলে ও প্রলোভন দেখিয়ে একই স্থানে নিয়ে গিয়ে একাধিকবার কিশোরীটিকে ধর্ষণ করেছে।

আরও পড়ুন: বাংলাদেশ সিটিজেন পার্টির ১৯ দফা দাবি উত্থাপন

ঘটনাটি জানার পর ভুক্তভোগীর মা রোববার (১৬ মার্চ) গভীর রাতে নেত্রকোণা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আব্দুল হামিদকে নেত্রকোণা পৌর শহরের নেওয়াজনগর এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ঘটনায় স্থানীয় সম্প্রদায়ে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। অনেকেই অভিযুক্তের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ আশ্বাস দিয়েছে যে, এই মামলায় দ্রুত তদন্ত শেষ করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট

নিউজটি শেয়ার করুন

চিকিৎসার প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

নেত্রকোণায় চিকিৎসার কথা বলে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হামিদ (৬৭) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আব্দুল হামিদ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে।

নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান সোমবার (১৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোণা পৌর শহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় নেত্রকোণা পৌর শহরের জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ডান পাশে অবস্থিত জজ মিয়ার দোকানের পেছনে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী কিশোরী তার মাকে ঘটনাটি জানালে মা আরও জানতে পারেন যে, এ ঘটনার আগেও অভিযুক্ত কবিরাজি চিকিৎসার কথা বলে ও প্রলোভন দেখিয়ে একই স্থানে নিয়ে গিয়ে একাধিকবার কিশোরীটিকে ধর্ষণ করেছে।

আরও পড়ুন: বাংলাদেশ সিটিজেন পার্টির ১৯ দফা দাবি উত্থাপন

ঘটনাটি জানার পর ভুক্তভোগীর মা রোববার (১৬ মার্চ) গভীর রাতে নেত্রকোণা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আব্দুল হামিদকে নেত্রকোণা পৌর শহরের নেওয়াজনগর এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ঘটনায় স্থানীয় সম্প্রদায়ে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। অনেকেই অভিযুক্তের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ আশ্বাস দিয়েছে যে, এই মামলায় দ্রুত তদন্ত শেষ করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট