ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করবেন না: দুলু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 56
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত সাত মাসে দেশে কোনো সংস্কার হয়নি। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, কারণ বাংলাদেশের ছাত্র ও জনতা ৫ আগস্ট যে বিস্ফোরণ ঘটিয়েছিল, তাতে শেখ হাসিনাকে জীবন বাঁচাতে পালিয়ে যেতে হয়েছিল। আমি অন্তর্বর্তী সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষ অনেক আশার মধ্যে রয়েছে। গত ২০ বছরে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি এবং এখন তারা ভোট দেওয়ার সুযোগের জন্য উদগ্রীব। নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করবেন না।

সোমবার (১৭ মার্চ) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন বিএনপির আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে পুলিশ ও প্রশাসন সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, কারণ তারাও জানে না কীভাবে চলতে হবে। দেশে কোনো বিনিয়োগ নেই, বড় বড় শিল্প প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়েছে। কোনো জবাবদিহিতা নেই, কারণ দেশে নির্বাচিত সরকার নেই। আমরা আগেও বলেছি, এখনো বলছি—যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

আরও পড়ুন: ডিজিটাল নজরদারি আইন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা সভা

রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্র সংস্কারের সব দিক উল্লেখ রয়েছে। এই ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার করলেই কেবল বাংলাদেশের সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সূত্র: ঢাকা পোস্ট

নিউজটি শেয়ার করুন

সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করবেন না: দুলু

আপডেট সময় : ০৪:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত সাত মাসে দেশে কোনো সংস্কার হয়নি। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, কারণ বাংলাদেশের ছাত্র ও জনতা ৫ আগস্ট যে বিস্ফোরণ ঘটিয়েছিল, তাতে শেখ হাসিনাকে জীবন বাঁচাতে পালিয়ে যেতে হয়েছিল। আমি অন্তর্বর্তী সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষ অনেক আশার মধ্যে রয়েছে। গত ২০ বছরে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি এবং এখন তারা ভোট দেওয়ার সুযোগের জন্য উদগ্রীব। নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করবেন না।

সোমবার (১৭ মার্চ) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন বিএনপির আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে পুলিশ ও প্রশাসন সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, কারণ তারাও জানে না কীভাবে চলতে হবে। দেশে কোনো বিনিয়োগ নেই, বড় বড় শিল্প প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়েছে। কোনো জবাবদিহিতা নেই, কারণ দেশে নির্বাচিত সরকার নেই। আমরা আগেও বলেছি, এখনো বলছি—যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

আরও পড়ুন: ডিজিটাল নজরদারি আইন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা সভা

রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্র সংস্কারের সব দিক উল্লেখ রয়েছে। এই ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার করলেই কেবল বাংলাদেশের সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সূত্র: ঢাকা পোস্ট