চাঁপাইনবাবগঞ্জে জাকের পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 103
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জাকের পার্টির মূলদল ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) আছরের নামাজের পর আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ মুসল্লিদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ বাবুল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি ওলামা ফ্রন্ট রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মো. মঞ্জিল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের জাকের পার্টির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জাকের পার্টির সভাপতি জনাব গোলাম মোস্তফা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, “রমজান আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। এ মাসের পবিত্রতা রক্ষা করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
আরও পড়ুন: সদরপুরে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
অনুষ্ঠানে বক্তারা ইসলামের শাশ্বত বার্তা, রমজানের গুরুত্ব এবং নৈতিক ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। তারা দেশ ও জাতির উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
জাকের পার্টির উদ্যোগে আয়োজিত এই মাহফিল শেষে ধর্মীয় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়।
প্রধম পোস্ট/শরিফ