অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সদরপুরবাসীর ক্ষোভ, পাঁচ দফা দাবি

- আপডেট সময় : ১০:৩৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 69
ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট নদী ভাঙন ও জনজীবনে দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের তীব্রতা ও জনজীবনে এর নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন। তারা অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেট ভেঙে দিতে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা পাঁচ দফা দাবি পেশ করেন:
১. বালুবাহী ট্রাকের চাপায় মৃত্যুর ঘটনায় সদরপুর থানার ওসিকে দায় নিতে হবে এবং সঠিক সহায়তা না দিলে তাকে অপসারণ করতে হবে।
২. অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে।
৩. নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করে অবৈধ কার্যক্রম প্রতিরোধ করতে হবে।
৪. আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং সদরপুর থানার ওসির অপসারণের দাবি জানানো হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে নদী ভাঙন ও পরিবেশগত বিপর্যয় রোধ করা যায়।
সমাবেশে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।