ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

রাশিয়ার প্রতিশ্রুতি: সিরিয়ার ঐক্য ও স্থিতিশীলতার পাশে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 41

সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার কাছে একটি বার্তা পাঠিয়েছেন। এতে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্থিতিশীল করার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে, মস্কোর পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে ‘কার্যকর সহযোগিতা’ প্রদানের প্রস্তাব দিয়েছেন তিনি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন তাঁর বার্তায় সিরিয়ার অখণ্ডতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থনের কথা উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, রাশিয়া ঐতিহ্যগতভাবে সিরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে।

গত ৫০ বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় শাসনকারী আসাদ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে রাশিয়া এ মাসের শুরুতে বলেছিল, তারা একটি ‘ঐক্যবদ্ধ’ ও ‘বন্ধুত্বপূর্ণ’ সিরিয়া দেখতে চায়। কারণ দেশটিতে অস্থিরতা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের ওপর প্রভাব ফেলতে পারে।

১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর গত ডিসেম্বরে আল-শারার নেতৃত্বে বিদ্রোহীদের হাতে বাশার আল-আসাদের সরকারের পতন ঘটে। এরপর থেকে রাশিয়া সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটি সুরক্ষিত করতে তৎপর হয়ে উঠেছে। সম্প্রতি সিরিয়ায় সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের ঘটনায়ও মস্কো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া উত্তর সিরিয়ার সম্মুখ সারির এলাকা এবং আসাদের আলাউইত সম্প্রদায়ের অধ্যুষিত পার্বত্য অঞ্চলের ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে। তবে ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তাদের দুটি প্রধান সামরিক ঘাঁটি—লাতাকিয়ার হামিমিম বিমানঘাঁটি এবং তারতুসের নৌঘাঁটি—এখনও পরিত্যাগ করেনি।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার প্রতিশ্রুতি: সিরিয়ার ঐক্য ও স্থিতিশীলতার পাশে পুতিন

আপডেট সময় : ০৩:৫০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার কাছে একটি বার্তা পাঠিয়েছেন। এতে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্থিতিশীল করার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে, মস্কোর পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে ‘কার্যকর সহযোগিতা’ প্রদানের প্রস্তাব দিয়েছেন তিনি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন তাঁর বার্তায় সিরিয়ার অখণ্ডতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থনের কথা উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, রাশিয়া ঐতিহ্যগতভাবে সিরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে।

গত ৫০ বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় শাসনকারী আসাদ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে রাশিয়া এ মাসের শুরুতে বলেছিল, তারা একটি ‘ঐক্যবদ্ধ’ ও ‘বন্ধুত্বপূর্ণ’ সিরিয়া দেখতে চায়। কারণ দেশটিতে অস্থিরতা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের ওপর প্রভাব ফেলতে পারে।

১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর গত ডিসেম্বরে আল-শারার নেতৃত্বে বিদ্রোহীদের হাতে বাশার আল-আসাদের সরকারের পতন ঘটে। এরপর থেকে রাশিয়া সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটি সুরক্ষিত করতে তৎপর হয়ে উঠেছে। সম্প্রতি সিরিয়ায় সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের ঘটনায়ও মস্কো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া উত্তর সিরিয়ার সম্মুখ সারির এলাকা এবং আসাদের আলাউইত সম্প্রদায়ের অধ্যুষিত পার্বত্য অঞ্চলের ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে। তবে ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তাদের দুটি প্রধান সামরিক ঘাঁটি—লাতাকিয়ার হামিমিম বিমানঘাঁটি এবং তারতুসের নৌঘাঁটি—এখনও পরিত্যাগ করেনি।