ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বগুড়ায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জেলা প্রতিনিধি, বগুড়া
  • আপডেট সময় : ০৪:৫১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 38
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের ওপর ইসরায়েল ও মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শাখার উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি সরকারি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় গিয়ে একটি সমাবেশে রূপ নেয়। সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বগুড়া জেলা শাখার সভাপতি (পশ্চিম) সৈয়দ কুতুব সাব্বির, সভাপতি (পূর্ব) জুবায়ের আহমেদ নাহিদসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “আমাদের এই বিক্ষোভের কারণ সবাই জানেন। ফিলিস্তিনে রোজাদার মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা আমরা প্রত্যক্ষ করছি। যারা আমাদের ভয় দেখাতে চায়, তাদের বলে দিতে চাই—আমরা খালিদ বিন ওয়ালিদ ও ওমর বিন মুসার উত্তরসূরি। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।” তারা ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বের সেই দেশগুলোরও সমালোচনা করেন, যারা এই নির্যাতনের বিষয়ে নীরব রয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, “বিশ্বে মানবাধিকার নিয়ে অনেকে কথা বললেও ফিলিস্তিনে হামলার সময় সবাই চুপ থাকে। ইসরায়েল যুদ্ধবিরোধী চুক্তি ভঙ্গ করে যে গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কথা বলতে হবে।” তারা ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে এবং তাদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সমাবেশ ও মিছিলের মাধ্যমে ফিলিস্তিনে চলমান সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ এবং বিশ্বব্যাপী সংহতি প্রকাশের চেষ্টা করা হয়।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৪:৫১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের ওপর ইসরায়েল ও মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শাখার উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি সরকারি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় গিয়ে একটি সমাবেশে রূপ নেয়। সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বগুড়া জেলা শাখার সভাপতি (পশ্চিম) সৈয়দ কুতুব সাব্বির, সভাপতি (পূর্ব) জুবায়ের আহমেদ নাহিদসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “আমাদের এই বিক্ষোভের কারণ সবাই জানেন। ফিলিস্তিনে রোজাদার মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা আমরা প্রত্যক্ষ করছি। যারা আমাদের ভয় দেখাতে চায়, তাদের বলে দিতে চাই—আমরা খালিদ বিন ওয়ালিদ ও ওমর বিন মুসার উত্তরসূরি। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।” তারা ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বের সেই দেশগুলোরও সমালোচনা করেন, যারা এই নির্যাতনের বিষয়ে নীরব রয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, “বিশ্বে মানবাধিকার নিয়ে অনেকে কথা বললেও ফিলিস্তিনে হামলার সময় সবাই চুপ থাকে। ইসরায়েল যুদ্ধবিরোধী চুক্তি ভঙ্গ করে যে গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কথা বলতে হবে।” তারা ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে এবং তাদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সমাবেশ ও মিছিলের মাধ্যমে ফিলিস্তিনে চলমান সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ এবং বিশ্বব্যাপী সংহতি প্রকাশের চেষ্টা করা হয়।