ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

তিতাস নদীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 33

হোমনা থানা

প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২৬ ঘণ্টা পর ইব্রাহিম খলিল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. ইব্রাহিম খলিল শনিবার (২২ মার্চ) বেলা ১টার দিকে শ্রীপুর-কৃষ্ণপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীর শাখায় গোসল করতে গিয়ে নিখোঁজ হন। স্বজন ও স্থানীয়রা প্রথমে নিজেরাই নদীতে খোঁজাখুঁজি করেন। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।

চাঁদপুর নদী ফায়ার স্টেশনের অফিসার মো. রকিবুল ইসলামের নেতৃত্বে তিনজনের একটি ডুবুরি দল শনিবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও ব্যর্থ হয়। পরদিন রবিবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু হলে বিকাল ৩টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ৩০ গজ দূরে মরদেহটি ভেসে ওঠে। পরে ডুবুরিরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। মরদেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত পরিবারের ওপর নির্ভর করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান, স্থানীয় ফায়ার সার্ভিস ও পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এনে তল্লাশি চালিয়ে অবশেষে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজের পর থেকেই উদ্ধার অভিযান তার তদারকিতে চলছিল।

নিউজটি শেয়ার করুন

তিতাস নদীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২৬ ঘণ্টা পর ইব্রাহিম খলিল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. ইব্রাহিম খলিল শনিবার (২২ মার্চ) বেলা ১টার দিকে শ্রীপুর-কৃষ্ণপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীর শাখায় গোসল করতে গিয়ে নিখোঁজ হন। স্বজন ও স্থানীয়রা প্রথমে নিজেরাই নদীতে খোঁজাখুঁজি করেন। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।

চাঁদপুর নদী ফায়ার স্টেশনের অফিসার মো. রকিবুল ইসলামের নেতৃত্বে তিনজনের একটি ডুবুরি দল শনিবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও ব্যর্থ হয়। পরদিন রবিবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু হলে বিকাল ৩টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ৩০ গজ দূরে মরদেহটি ভেসে ওঠে। পরে ডুবুরিরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। মরদেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত পরিবারের ওপর নির্ভর করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান, স্থানীয় ফায়ার সার্ভিস ও পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এনে তল্লাশি চালিয়ে অবশেষে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজের পর থেকেই উদ্ধার অভিযান তার তদারকিতে চলছিল।