হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৯ দিন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:২২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 35
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিন বন্ধ থাকবে। তবে, এই সময়ে সরকারি ছুটির দিন ব্যতীত বন্দর এলাকায় পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এরপর ৬ এপ্রিল সকাল থেকে স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এছাড়া, হিলি ইমিগ্রেশন থানার ওসি আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঈদের ছুটির মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।