ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

হার্ট অ্যাটাক হওয়া তামিম ইকবালের শারীরিক অবস্থা জানলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 41
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিকেএসপিতে একটি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে তামিম হৃদরোগে আক্রান্ত হন।

প্রধান উপদেষ্টার পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে আলোচনা করেন।

নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিম ইকবালকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থা মূল্যায়ন করতে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়।

তিনি আরও জানান, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসা সেবায় যেকোনো সহায়তার জন্য তারা প্রস্তুত।

এদিকে, নিজাম উদ্দিন চৌধুরী জানান, তামিম ইকবালের শারীরিক অবস্থার আপডেট নিয়মিত প্রধান উপদেষ্টাকে প্রদান করা হবে।

উল্লেখ্য, তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

নিউজটি শেয়ার করুন

হার্ট অ্যাটাক হওয়া তামিম ইকবালের শারীরিক অবস্থা জানলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৮:০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিকেএসপিতে একটি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে তামিম হৃদরোগে আক্রান্ত হন।

প্রধান উপদেষ্টার পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে আলোচনা করেন।

নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিম ইকবালকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থা মূল্যায়ন করতে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়।

তিনি আরও জানান, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসা সেবায় যেকোনো সহায়তার জন্য তারা প্রস্তুত।

এদিকে, নিজাম উদ্দিন চৌধুরী জানান, তামিম ইকবালের শারীরিক অবস্থার আপডেট নিয়মিত প্রধান উপদেষ্টাকে প্রদান করা হবে।

উল্লেখ্য, তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।