ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ইমাম ও মুয়াজ্জিনদেরসু দমুক্ত ক্ষুদ্রঋণ সহায়তা দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 54
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সুদমুক্ত ক্ষুদ্রঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। যারা ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন, তারাই এই সুবিধা পাওয়ার যোগ্য।

সোমবার (২৪ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় এই ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি, আর্থিকভাবে অসচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে দেশের ৬০০ জন ইমাম ও মুয়াজ্জিনের জন্য এক কোটি ৮০ লাখ টাকার সুদমুক্ত ঋণ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সময়ে, ৪ হাজার ৬২০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে দুই কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হবে। এর মধ্যে ঢাকা জেলার ২৯৫ জন ইমাম-মুয়াজ্জিন ইতোমধ্যে ১৪ লাখ ৭৫ হাজার টাকা পেয়েছেন এবং বাকিদের মধ্যে সহায়তা বিতরণ চলমান।

এছাড়া, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি বা আকস্মিক মৃত্যুজনিত কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্যও আর্থিক সহায়তা দিয়ে থাকে। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট মেধাবী সন্তানদের শিক্ষায়ও সহায়তা প্রদান করছে।

নিউজটি শেয়ার করুন

ইমাম ও মুয়াজ্জিনদেরসু দমুক্ত ক্ষুদ্রঋণ সহায়তা দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

আপডেট সময় : ০৮:৫১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সুদমুক্ত ক্ষুদ্রঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। যারা ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন, তারাই এই সুবিধা পাওয়ার যোগ্য।

সোমবার (২৪ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় এই ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি, আর্থিকভাবে অসচ্ছল ইমাম ও মুয়াজ্জিনদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে দেশের ৬০০ জন ইমাম ও মুয়াজ্জিনের জন্য এক কোটি ৮০ লাখ টাকার সুদমুক্ত ঋণ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সময়ে, ৪ হাজার ৬২০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে দুই কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হবে। এর মধ্যে ঢাকা জেলার ২৯৫ জন ইমাম-মুয়াজ্জিন ইতোমধ্যে ১৪ লাখ ৭৫ হাজার টাকা পেয়েছেন এবং বাকিদের মধ্যে সহায়তা বিতরণ চলমান।

এছাড়া, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি বা আকস্মিক মৃত্যুজনিত কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্যও আর্থিক সহায়তা দিয়ে থাকে। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট মেধাবী সন্তানদের শিক্ষায়ও সহায়তা প্রদান করছে।