কানাডার নির্বাচন ঘিরে উদ্বেগ, ভারত-চীনের হস্তক্ষেপের শঙ্কা!

- আপডেট সময় : ০৪:২৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 37
আগামী ২৮ এপ্রিল কানাডায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি শক্তির হস্তক্ষেপের আশঙ্কা করছে দেশটির গোয়েন্দা সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস)। সংস্থাটির দাবি, ভারত ও চীন কানাডার নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভারত ও চীনই নয়, রাশিয়া ও পাকিস্তানও এই নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে সিএসআইএস।
বর্তমানে কানাডার সঙ্গে ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার এমন অভিযোগ সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এর আগে কানাডা ভারত ও চীনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিল।
উল্লেখ্য, সম্প্রতি কানাডায় খলিস্তানপন্থী কার্যকলাপ নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে, খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার পেছনে ভারতের ভূমিকা থাকতে পারে বলে দাবি করেছে কানাডা। এই ঘটনাগুলো দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও বাড়িয়েছে।
সিএসআইএস-এর ডেপুটি ডিরেক্টর অব অপারেশন্স ভেনেসা লয়েড জানিয়েছেন, ‘বিরোধী রাষ্ট্রগুলো’ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তার মতে, বিশেষ করে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কানাডার নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে। এছাড়াও, ভারতেরও এমন অভিপ্রায় ও সক্ষমতা রয়েছে বলে সংস্থাটির দাবি।
এদিকে, পাকিস্তান ও রাশিয়াও কানাডার নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করতে পারে বলে গোয়েন্দা সংস্থাটি আশঙ্কা করছে।
উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শাসনামলেও নয়াদিল্লির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিল অটোয়া।
সূত্র: রয়টার্স