সাভারে বেতন ও ঈদের ছুটির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

- আপডেট সময় : ০৪:৩৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 41
সাভারের হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে বেতন ও ঈদের ছুটির দাবিতে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানা জিন্স অ্যাপারেলন্স-এর শ্রমিকরা।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনরত শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যান।
শ্রমিকদের অভিযোগ, এখনো বেতন পরিশোধ করা হয়নি এবং ঈদের ছুটির বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। এ কারণে তারা বিক্ষোভে নামতে বাধ্য হন।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, শ্রমিকরা চলতি মাসের বেতন ও ১০ দিনের ছুটির দাবিতে সড়ক অবরোধ করেন। পরে আলোচনার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেন।
🔹 সর্বশেষ তথ্য
সকাল ১০টা পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।