পুলিশ হেফাজত থেকে পালানো আসামি রয়েল হোসেন গ্রেপ্তার

- আপডেট সময় : ০৪:৩৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 53
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির তদন্তকেন্দ্র থেকে পালানো আসামি রয়েল হোসেন (৩৫) অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাত পৌনে ১২টার দিকে জেলার পার্বতীপুরে তার বোন জামাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, রবিবার (২৩ মার্চ) ভোর ৫টার দিকে পুলিশ হেফাজত থেকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান রয়েল। তিনি নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত সাকাদ আলীর ছেলে।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের একটি দল যৌথভাবে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় উপজেলার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে মাদকসেবনরত অবস্থায় রয়েল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে তিন বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়।
ভোর সাড়ে ৪টার দিকে তাকে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সাহরির সময় পুলিশের ব্যস্ততার সুযোগ নিয়ে তিনি ওই ঘরের পেছনের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান।
এ ঘটনায় আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ি ও নবাবগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। অবশেষে সোমবার রাত পৌনে ১২টার দিকে পার্বতীপুরে তার বোন জামাইয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, “রবিবার ভোরে মাদক সেবনের অভিযোগে রয়েলকে আটক করা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর সে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। পরে তাকে পার্বতীপুর থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”