ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

রামগতিতে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 47
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকায় এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ মার্চ, ২০২৫) ভোরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পাশের টয়লেটে গিয়েছিলেন। ফেরার পথে দুই অপরিচিত ব্যক্তি তাকে জোর করে ধরে নির্জন পুকুরপাড়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ধর্ষণের শিকার হয়ে একপর্যায়ে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ভুক্তভোগী নারী জানান, তার বাড়ি সিলেট জেলায়। প্রায় দুই বছর আগে রামগতি চরগাজী ইউনিয়নের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। এক সন্তান নিয়ে তাদের সংসার ভালোভাবেই চলছিল। তবে বিয়ের দুই মাস পর তিনি স্বামীর বোনের বাড়িতে বেড়াতে গেলে সেখানে ননদের স্বামী তার সঙ্গে অশোভন আচরণ করেন। পরিবারের পক্ষ থেকে এর প্রতিবাদ করা হলেও ননদের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এর কয়েক মাস পর ননদের প্রভাবশালী স্বামী তার বাড়িতে এসে তাকে ধর্ষণ করে পালিয়ে যান। ওই ঘটনার বিচার চাইলেও ধর্ষক রাজনৈতিক প্রভাব খাটিয়ে সালিশ বৈঠক আটকে দেন।

উদ্ধারকারী কয়েকজন নারী জানান, গৃহবধূর চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমরা দ্রুত আইনি পদক্ষেপ নেব।” ঘটনার তদন্ত চলছে বলেও তিনি নিশ্চিত করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

রামগতিতে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ

আপডেট সময় : ০৫:৫৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকায় এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ মার্চ, ২০২৫) ভোরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পাশের টয়লেটে গিয়েছিলেন। ফেরার পথে দুই অপরিচিত ব্যক্তি তাকে জোর করে ধরে নির্জন পুকুরপাড়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ধর্ষণের শিকার হয়ে একপর্যায়ে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ভুক্তভোগী নারী জানান, তার বাড়ি সিলেট জেলায়। প্রায় দুই বছর আগে রামগতি চরগাজী ইউনিয়নের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। এক সন্তান নিয়ে তাদের সংসার ভালোভাবেই চলছিল। তবে বিয়ের দুই মাস পর তিনি স্বামীর বোনের বাড়িতে বেড়াতে গেলে সেখানে ননদের স্বামী তার সঙ্গে অশোভন আচরণ করেন। পরিবারের পক্ষ থেকে এর প্রতিবাদ করা হলেও ননদের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এর কয়েক মাস পর ননদের প্রভাবশালী স্বামী তার বাড়িতে এসে তাকে ধর্ষণ করে পালিয়ে যান। ওই ঘটনার বিচার চাইলেও ধর্ষক রাজনৈতিক প্রভাব খাটিয়ে সালিশ বৈঠক আটকে দেন।

উদ্ধারকারী কয়েকজন নারী জানান, গৃহবধূর চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমরা দ্রুত আইনি পদক্ষেপ নেব।” ঘটনার তদন্ত চলছে বলেও তিনি নিশ্চিত করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।