আগামী কয়েকদিন দেশজুড়ে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

- আপডেট সময় : ০৬:০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 41
আগামী কয়েকদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৫ মার্চ) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইভাবে, বুধবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং দিন ও রাতের তাপমাত্রায় সামান্য বৃদ্ধি দেখা যেতে পারে।
এদিকে, বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।