পদ্মায় জেলের জালে ধরা পড়ল দানবীয় কাতল, দাম শুনলে চমকে যাবেন!

- আপডেট সময় : ০৮:১৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 53
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে, যার ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম। মাছটি রাজধানী ঢাকার গুলশানে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের কাছে পদ্মা ও যমুনার মোহনায় স্থানীয় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি জানান, রাতভর মাছ ধরার পর ভোরের দিকে জাল তুলতেই বিশাল কাতল মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের আনু খাঁর আড়তে নেওয়া হয়। ওজন নির্ধারণের পর দেখা যায়, এটি ২৮ কেজি ৫০০ গ্রাম।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, আনু খাঁর আড়তে মাছটি উন্মুক্ত নিলামে ওঠে এবং তিনি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ২০০ টাকায় এটি কিনে নেন। পরে ফেসবুকে বিক্রির জন্য পোস্ট দিলে ঢাকার গুলশানের এক ব্যবসায়ী ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, পদ্মা ও যমুনার মোহনায় প্রচুর খাবার থাকায় এ অঞ্চলে বড় বড় মাছ পাওয়া যায়। গভীর পানিতে এসব মাছের বিচরণ বেশি হওয়ায় মাঝেমধ্যে বিশাল আকৃতির মাছ ধরা পড়ে, যা স্থানীয় জেলেদের জন্য আনন্দের বিষয়। সরকারি বিধিনিষেধ মানার ফলে নদীতে বড় মাছের সংখ্যা বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।