২৪-এর গণঅভ্যুত্থানে ৭১-এর চেতনা ফিরে পেয়েছে: নাহিদ ইসলাম

- আপডেট সময় : ০৫:০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 31
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, ১৯৭১ এবং ২০২৪ সালের ঘটনাপ্রবাহ একে অপর থেকে বিচ্ছিন্ন নয়। তিনি বলেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে ১৯৭১ সালের আকাঙ্ক্ষা ও চেতনা নতুন করে জাগ্রত হয়েছে। তাঁর মতে, ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে লড়াই হয়েছিল, ২০২৪ সালে এসে তা পূরণ হয়েছে।
বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা প্রকাশ করেন। নাহিদ ইসলাম আরও জানান, ভবিষ্যতে জনগণকে যেন আর রক্ত ঝরাতে না হয়, সেজন্য তিনি একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি সতর্ক করে বলেন, সংস্কার ছাড়া বা বিচারবিহীন কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। তাঁর অভিযোগ, বর্তমানে পুরোনো সংবিধান জোর করে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। পাশাপাশি ফ্যাসিবাদকে আবার শক্তিশালী করার চক্রান্তও হচ্ছে। তিনি আরও দাবি করেন, ক্ষমতায় যাওয়ার তাড়াহুড়োয় কিছু পক্ষ দ্রুত নির্বাচনের পরিকল্পনা করছে।