শ্রাবন্তীর সঙ্গে মঞ্চে শারীরিক হেনস্থা! থাপ্পড় মেরে যা করলেন অভিনেত্রী

- আপডেট সময় : ০৫:২৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 38
অভিনয়ের পাশাপাশি মঞ্চে পারফর্ম করতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। টলিউডের জনপ্রিয় তারকারাও এর বাইরে নন। শুধু অভিনয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রায়ই দেখা মেলে তাদের। তবে এসব অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তারকাদের—কখনো মধুর, কখনো তিক্ত। সম্প্রতি এমনই এক ঘটনায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় পড়লেন অপ্রীতিকর পরিস্থিতির মুখে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যায়, শ্রাবন্তীকে একঝলক দেখতে ভিড় জমিয়েছেন দর্শকরা। মঞ্চে পৌঁছানোর জন্য বাঁশ দিয়ে ঘেরা একটি সরু পথ তৈরি করা হয়েছিল। সেই পথ ধরে হেঁটে যাচ্ছিলেন অভিনেত্রী। তাকে নিরাপদে মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীরা দু’পাশ থেকে ঘিরে রেখেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ভিড়ের মধ্যে অনেকে শ্রাবন্তীকে কাছ থেকে দেখতে, ছবি তুলতে, এমনকি স্পর্শ করতে চেয়ে উচ্ছৃঙ্খল আচরণে মেতে ওঠেন।
ঘটনার এক পর্যায়ে, শ্রাবন্তী মঞ্চের দিকে এগোনোর সময় এক যুবক তার দিকে অশোভনভাবে হাত বাড়ানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিনেত্রী। তৎক্ষণাৎ তিনি ওই যুবকের দিকে হাত তুলে প্রতিবাদ জানান এবং একটি থাপ্পড়ও কষিয়ে দেন। রাগে ফেটে পড়ে তিনি যুবকের উদ্দেশে কিছু কথাও বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত শ্রাবন্তীকে সামলে মঞ্চে নিয়ে যান।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্রাবন্তীর সঙ্গে এমন অসভ্য ও অশালীন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। অনেকেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন।
এদিকে, শ্রাবন্তীকে শিগগিরই বড় পর্দায় দেখা যাবে। উইডোজ প্রোডাকশনের ‘আমার বস’ ছবিতে অভিনয় করছেন তিনি। এছাড়াও শুভ্রজিৎ মিত্রের পিরিয়ড ড্রামা ‘দেবী চৌধুরানি’তে নামভূমিকায় অভিনয় করতে চলেছেন এই তারকা। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার আরেকটি ছবি ‘হাঙ্গামা ডট কম’।