ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ঈদযাত্রায় ট্রেনের চাপ, স্ট্যান্ডিং টিকিটের জন্য হাহাকার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 53
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদ উৎসবকে সামনে রেখে ট্রেনে যাতায়াত শুরু হয়েছে দুই দিন আগে থেকেই। প্রথম দুই দিন স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রীদের তেমন চাপ না থাকলেও তৃতীয় দিনে এসে পরিস্থিতি বদলে গেছে। বুধবার (২৬ মার্চ) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, স্ট্যান্ডিং টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন অনেকে।

যারা গত ১৬ মার্চ অনলাইনে ট্রেনের আসন নিশ্চিত করতে পেরেছিলেন, তারা এখন আরামে গন্তব্যে যেতে পারছেন। কিন্তু আসনের টিকিট না পাওয়া যাত্রীরা এখন স্ট্যান্ডিং টিকিটের আশায় ভিড় জমাচ্ছেন। রেলওয়ে কর্তৃপক্ষ নন-এসি কোচে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির সুযোগ দিলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।

জামালপুরের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা করা তৌহিদুর রহমান বলেন, “১৪ মার্চ থেকে অনলাইনে চেষ্টা করেও টিকিট পাইনি। জামালপুর এক্সপ্রেসে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিট কিনতে এসেছিলাম। কিন্তু কাউন্টারে বলছে, সেটাও নেই। এখন কী করবো বুঝতে পারছি না।”

একইভাবে, বন্ধুদের সঙ্গে তারাকান্দি যাওয়ার জন্য অগ্নিবীণা এক্সপ্রেসে ওঠার পরিকল্পনা করেছিলেন নাবিল হাসান নবীন। তার দলের চারজন টিকিট পেলেও তিনি বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, “একটা স্ট্যান্ডিং টিকিট পেলে বন্ধুদের সঙ্গে যেতে পারতাম। আসন ভাগ করে বসার পরিকল্পনা ছিল। কিন্তু এখন টিটিইদের কাছে জরিমানা দিয়ে টিকিট নেওয়া ছাড়া উপায় নেই।”

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, “আজকের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমরা যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে যাত্রার দিন নন-এসি কোচে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করি। কিন্তু এর বেশি কিছু করার সুযোগ নেই।”

ঈদের সময় ট্রেনে যাত্রীদের এই উপচে পড়া ভিড় পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। অনেকেই এখন বাড়ি ফেরার আশায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রায় ট্রেনের চাপ, স্ট্যান্ডিং টিকিটের জন্য হাহাকার

আপডেট সময় : ০৫:৪০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

ঈদ উৎসবকে সামনে রেখে ট্রেনে যাতায়াত শুরু হয়েছে দুই দিন আগে থেকেই। প্রথম দুই দিন স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রীদের তেমন চাপ না থাকলেও তৃতীয় দিনে এসে পরিস্থিতি বদলে গেছে। বুধবার (২৬ মার্চ) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, স্ট্যান্ডিং টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন অনেকে।

যারা গত ১৬ মার্চ অনলাইনে ট্রেনের আসন নিশ্চিত করতে পেরেছিলেন, তারা এখন আরামে গন্তব্যে যেতে পারছেন। কিন্তু আসনের টিকিট না পাওয়া যাত্রীরা এখন স্ট্যান্ডিং টিকিটের আশায় ভিড় জমাচ্ছেন। রেলওয়ে কর্তৃপক্ষ নন-এসি কোচে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির সুযোগ দিলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।

জামালপুরের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা করা তৌহিদুর রহমান বলেন, “১৪ মার্চ থেকে অনলাইনে চেষ্টা করেও টিকিট পাইনি। জামালপুর এক্সপ্রেসে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিট কিনতে এসেছিলাম। কিন্তু কাউন্টারে বলছে, সেটাও নেই। এখন কী করবো বুঝতে পারছি না।”

একইভাবে, বন্ধুদের সঙ্গে তারাকান্দি যাওয়ার জন্য অগ্নিবীণা এক্সপ্রেসে ওঠার পরিকল্পনা করেছিলেন নাবিল হাসান নবীন। তার দলের চারজন টিকিট পেলেও তিনি বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, “একটা স্ট্যান্ডিং টিকিট পেলে বন্ধুদের সঙ্গে যেতে পারতাম। আসন ভাগ করে বসার পরিকল্পনা ছিল। কিন্তু এখন টিটিইদের কাছে জরিমানা দিয়ে টিকিট নেওয়া ছাড়া উপায় নেই।”

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, “আজকের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমরা যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে যাত্রার দিন নন-এসি কোচে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করি। কিন্তু এর বেশি কিছু করার সুযোগ নেই।”

ঈদের সময় ট্রেনে যাত্রীদের এই উপচে পড়া ভিড় পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। অনেকেই এখন বাড়ি ফেরার আশায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছেন।