ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

পাবনায় খেলনা পিস্তল দিয়ে ডাকাতির চেষ্টা, দুই যুবক আটক

অনলাইন ডেস্ক
  • ০৬:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 65

আটক রাজীব হোসেন (বাঁয়ে) ও সুজন (ডানে)। ছবি : সংগৃহীত

প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে খেলনা পিস্তল ব্যবহার করে ডাকাতির চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে চাউল পট্টিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের ঝন্টু মোল্লার ছেলে সুজন (২২) এবং বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (২০)। তারা একজন বিশ্ববিদ্যালয় ও অপরজন মাদরাসার শিক্ষার্থী বলে দাবি করলেও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ওই সময় কাশিনাথপুর বাজারের খান রাইস মিলের মালিক শামসুর রহমানের মাথায় পিস্তুল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সুজন ও রাজীব। তবে পিস্তলটি খেলনা হওয়ায় মিল মালিক ও আশপাশের ব্যবসায়ীরা দ্রুত প্রতিক্রিয়া দেখান এবং তাদের আটক করে ফেলে।

পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হলে সাঁথিয়া থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়।

এএসআই মোস্তফা বলেন, “ব্যবসায়ীরা তাদের আটক করে আমাদের খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রথম পোস্ট/এসআরএ

পাবনায় খেলনা পিস্তল দিয়ে ডাকাতির চেষ্টা, দুই যুবক আটক

০৬:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে খেলনা পিস্তল ব্যবহার করে ডাকাতির চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে চাউল পট্টিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের ঝন্টু মোল্লার ছেলে সুজন (২২) এবং বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (২০)। তারা একজন বিশ্ববিদ্যালয় ও অপরজন মাদরাসার শিক্ষার্থী বলে দাবি করলেও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ওই সময় কাশিনাথপুর বাজারের খান রাইস মিলের মালিক শামসুর রহমানের মাথায় পিস্তুল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সুজন ও রাজীব। তবে পিস্তলটি খেলনা হওয়ায় মিল মালিক ও আশপাশের ব্যবসায়ীরা দ্রুত প্রতিক্রিয়া দেখান এবং তাদের আটক করে ফেলে।

পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হলে সাঁথিয়া থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়।

এএসআই মোস্তফা বলেন, “ব্যবসায়ীরা তাদের আটক করে আমাদের খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রথম পোস্ট/এসআরএ