বিতর্কিত পোস্টে ফের আলোচনায় মেহের আফরোজ শাওন

- ১২:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / 38
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নতুন করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে রাজনৈতিক অঙ্গন যেমন সরগরম, তেমনি সংস্কৃতি অঙ্গনের একাংশেও শুরু হয়েছে আলোচনার ঝড়।
গতকাল মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাওন একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী আসলে কিছুই করে নাই। আপনার দাদা শ্বশুর মাথায় ঠাডা পইড়া মারা গেছেন।” পোস্টটির শেষে তিনি “তুই রাজাকার” হ্যাশট্যাগ ব্যবহার করেন।
এই পোস্টটি আইনজ্ঞ ও বিশ্লেষক আসিফ নজরুলের একটি আগের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যঙ্গ হিসেবে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসিফ নজরুল মন্তব্য করেছিলেন, “শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি।” তবে পরবর্তীতে তিনি ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ব্যাখ্যা দেন যে, তাঁর উদ্দেশ্য ছিল না মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানা।
আরও পড়ুন: ‘চাঁদাবাজ’ স্লোগানে উত্তপ্ত আদালত, মাথা নিচু বৈষম্যবিরোধী ৪ ছাত্রনেতার
শাওনের পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তিনি কি তাহলে গণঅভ্যুত্থানে নিহতদের মৃত্যুকেও হালকাভাবে নিচ্ছেন? সমালোচকদের মতে, শাওনের এই ব্যঙ্গ রাজনৈতিক সহানুভূতি থেকেও প্রভাবিত হতে পারে।
শাওনের অতীত কর্মকাণ্ড নিয়েও আলোচনা উঠেছে। তিনি পূর্বে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং সংরক্ষিত আসনে মনোনয়ন চাইলেও তা পাননি। আন্দোলনকারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু পোস্ট পূর্বেও সমালোচিত হয়েছে।
এছাড়া চলতি বছরের শুরুতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল, তবে পরে তিনি জামিনে মুক্তি পান।
শাওনের সাম্প্রতিক পোস্ট নতুন করে সংস্কৃতি অঙ্গনে মতবিরোধ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মতামত আরও দায়িত্বশীল হওয়া উচিত।
প্রথম পোস্ট/এসএফ