ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘বৈষম্যবিরোধী’ নেতার বাসায় ২ কোটি টাকার চেক উদ্ধার

অনলাইন ডেস্ক
  • ০১:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 32
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের একজন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, চাঁদাবাজির ঘটনায় কলাবাগান থানায় দায়ের হওয়া মামলার তদন্তে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাজধানীর নাখালপাড়ায় আব্দুর রাজ্জাকের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই ২ কোটি ২৫ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ‘বাঁচতে চাই’—পলাশবাড়ীর নির্যাতিত নারীর আর্তনাদ

এর আগে, গত ২৬ জুলাই সন্ধ্যার পর রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে অবস্থিত সাবেক এক এমপির বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার পর আরও ৪০ লাখ টাকা আদায়ের চেষ্টা চালাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। ওই সময় হাতেনাতে পাঁচজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন:

ইব্রাহিম হোসেন মুন্না, আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (ঢাকা মহানগর)

মো. সিয়াম

সাদমান সাদাব

আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য

আমিনুল ইসলাম

ঘটনার পরপরই সংগঠনটির পক্ষ থেকে তিনজনকে বহিষ্কার করা হয়।

ডিএমপির মুখপাত্র জানান, এই ঘটনায় চারজনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত চলছে, আরও কেউ জড়িত আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

প্রথম পোস্ট/এসএফ

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘বৈষম্যবিরোধী’ নেতার বাসায় ২ কোটি টাকার চেক উদ্ধার

০১:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের একজন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, চাঁদাবাজির ঘটনায় কলাবাগান থানায় দায়ের হওয়া মামলার তদন্তে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাজধানীর নাখালপাড়ায় আব্দুর রাজ্জাকের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই ২ কোটি ২৫ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ‘বাঁচতে চাই’—পলাশবাড়ীর নির্যাতিত নারীর আর্তনাদ

এর আগে, গত ২৬ জুলাই সন্ধ্যার পর রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে অবস্থিত সাবেক এক এমপির বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার পর আরও ৪০ লাখ টাকা আদায়ের চেষ্টা চালাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। ওই সময় হাতেনাতে পাঁচজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন:

ইব্রাহিম হোসেন মুন্না, আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (ঢাকা মহানগর)

মো. সিয়াম

সাদমান সাদাব

আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য

আমিনুল ইসলাম

ঘটনার পরপরই সংগঠনটির পক্ষ থেকে তিনজনকে বহিষ্কার করা হয়।

ডিএমপির মুখপাত্র জানান, এই ঘটনায় চারজনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত চলছে, আরও কেউ জড়িত আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

প্রথম পোস্ট/এসএফ