জাপান গার্ডেন সিটির মৃত কুকুরদের জন্য নাটকে নওশাবা
- আপডেট সময় : ০৭:১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / 48
দেশের নানা ইস্যুতে সব সময় সরব অভিনেত্রী নওশাবা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে লেখেন, প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন। তার কথা বলার বিষয়ের মধ্যে গুরুত্ব পায় প্রাণ ও পরিবেশ। সম্প্রতি রাজধানীতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুর হত্যা করার ঘটনায় সোচ্চার ছিলেন অভিনেত্রী।
অন্যান্য বিষয়ের সঙ্গে পরিবেশের গুরুত্বপূর্ণ ও মানুষের সবচেয়ে বিশ্বস্ত এই প্রাণীর কথা নিয়ে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে ৬ ডিসেম্বর। সেখানেও নিজেকে শামিল করেছেন কাজী নওশাবা আহমেদ। নাটকটির নাম ‘কণ্ঠনালিতে সূর্য’। নাটকের দল তীরন্দাজ এবং নওশাবার সংগঠন টুগেদার উই ক্যান মিলে নাটকটি মঞ্চে আনছে।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুক্রবার বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় হবে এই নাটকের মঞ্চায়ন। নওশাবা বলেন, ‘আমি খুব অল্প সময়ের নোটিশে এই কাজটির সঙ্গে যুক্ত হয়েছি। সাধারণত আমি এত অল্প সময়ে কোনো কাজ করি না। কিন্তু কাজটিতে যেহেতু আমাদের বিশ্বস্ত বন্ধুদের (কুকুর) কথা রয়েছে, তাই আমি রাজি হয়েছি।
কারণ এখন সময় এগুলো নিয়ে কথা বলার। নাটকে আমরা একটা সাইলেন্ট পাপেট শো করব।’
তিনি জানান, ‘রাস্তায় থাকা আমাদের বিশ্বস্ত এই বন্ধুদের নিয়ে আরো বেশি সচেতনতা বাড়ানো দরকার।’ তিনি মনে করেন, ‘এই পৃথিবী শুধু মানুষের না। আরো অনেক রকম প্রাণীর বাস এখানে।
তাদের থাকার, বসবাসের উপযোগী পরিবেশ এই মানুষকেই করতে হবে।’
নাটকটি নিয়ে ফেসবুকে পোস্টও করেছেন নওশাবা। ৫ ডিসেম্বর দুপুরে দেওয়া পোস্টে তিনি লেখেন, “আমাদের বিশ্বস্ত বন্ধুদের না বলা কথা, একজন বন্ধু হিসেবে আপনাদের সামনে টুগেদার উই ক্যান এবং তীরন্দাজ আনছে একটি ক্ষুদ্র প্রচেষ্টা, ‘কণ্ঠনালিতে সূর্য’! ধন্যবাদ তীরন্দাজের সকলের প্রতি।”