নির্বাচন সংস্কারে গতি বাড়ান: জামায়াত আমির
- আপডেট সময় : ০৩:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / 39
অন্তর্বর্তী সরকারকে নির্বাচন সংস্কারে গতি বাড়ানোর আহ্বান জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নির্বাচন সংস্কারে গতি বাড়ান। আমরা আপনাদের চাপ দিচ্ছি না বরং দাবি জানাচ্ছি আপনারা যৌক্তিক সময় অপচয় করবেন না।’
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর।
জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, ‘স্পষ্টভাবে বলেছি, আমরা কোনো মেজরিটি–মাইনরিটি বুঝি না। যারা এদেশে জন্মগ্রহণ করেছে তারাই এদেশের গর্বিত নাগরিক। মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি নির্দিষ্ট শ্রেণি কিছু স্বার্থ হাসিল করতে চায় এর বাইরে কিছু না।’
কুমিল্লা বিভাগ প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, ‘কুমিল্লাবাসীকে কুমিল্লা নামে বিভাগ না দেওয়ার সিদ্ধান্ত জুলুম। কুমিল্লাবাসীর সম্মান ফিরিয়ে দিতে কুমিল্লা নামেই বিভাগ হওয়া উচিত, এটা তাদের হক।’
কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মো তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মো মাসুম, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম। এ সময় জামায়াতের আমিরসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীরা অন্তর্বর্তী সরকারের কাছে কুমিল্লা নামে বিভাগ এবং কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়নের দাবি জানান।