ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 213
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র শীতে কাঁপছে গোপালগঞ্জ। গোপালগঞ্জে মাঝারি কুয়াশা আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল পেরিয়ে দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। মাঝারি কুয়াশা ও হিমেল হাওয়া বাড়িয়ে তুলেছে শীতের তীব্রতা। এ মৌসুমে জেলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র শীতের কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এমন আবহাওয়া আরও দুই থেকে তিনদিন থাকতে পারে বলে জানিয়েছেন গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান।

 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের চর সোনাকুড়, মানিকদাহ, চাপাইল, চরমানিকদাহ, ঘোষেরচর, হরিদাসপুর, বেদগ্রাম, পুলিশ লাইন, বিশ্ববিদ্যালয়, গোবরা, ঘোনাপাড়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, জেলাজুড়ে বইছে হিমেল হাওয়া। কুয়াশার চাদরে ঢাকা জনপদ।

বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নদী তীরবর্তী মানুষেরা। এরপরও জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ।

এদিকে তীব্র শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষেরা।

নিউজটি শেয়ার করুন

কাঁপছে গোপালগঞ্জ

আপডেট সময় : ১০:০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

তীব্র শীতে কাঁপছে গোপালগঞ্জ। গোপালগঞ্জে মাঝারি কুয়াশা আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল পেরিয়ে দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। মাঝারি কুয়াশা ও হিমেল হাওয়া বাড়িয়ে তুলেছে শীতের তীব্রতা। এ মৌসুমে জেলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র শীতের কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এমন আবহাওয়া আরও দুই থেকে তিনদিন থাকতে পারে বলে জানিয়েছেন গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান।

 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের চর সোনাকুড়, মানিকদাহ, চাপাইল, চরমানিকদাহ, ঘোষেরচর, হরিদাসপুর, বেদগ্রাম, পুলিশ লাইন, বিশ্ববিদ্যালয়, গোবরা, ঘোনাপাড়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, জেলাজুড়ে বইছে হিমেল হাওয়া। কুয়াশার চাদরে ঢাকা জনপদ।

বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নদী তীরবর্তী মানুষেরা। এরপরও জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ।

এদিকে তীব্র শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষেরা।