ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
**সদ্যপ্রাপ্ত সংবাদ**
Logo শেখ মুজিবের জন্য ১০ লাখ মানুষ মারা গেছে: শফিকুল আলম Logo আমরা বেঁচে থাকতে সীমান্তে কেউ আসতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মৌলভীবাজারে যুবদল নেতা ছুরিকাঘাতে নিহত Logo মৌলভীবাজারে শাহ মোস্তফা (রহ.)-এর ওরসে হাজারও ভক্ত অনুরাগী ও দর্শনার্থীদের সমাগম Logo গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ছাড়া এই সরকার বেআইনি ও অবৈধ Logo সংস্কার প্রতিবেদন থেকে নতুন চার্টার, তার ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি’র ফলাফল প্রকাশ Logo জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্র সম্মেলন অনুষ্ঠিত Logo শেরপুরে চলছে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা Logo মনে রাখবেন যারা অন্যায় করের তারা সংখ্যায় কম, আপনারা দাঁড়িয়ে গেলে শেখ হাসিনার মতো পালিয়ে যাবে: সারজিস আলম

সমস্যা যখন কনুইয়ের ব্যথা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 41
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেনিস এলবো এমন ধরনের দীর্ঘমেয়াদি অবস্থা, যার কারণে কনুইয়ে ব্যথা ও দুর্বলতা সৃষ্টি হয়। টেনিস এলবো যে শুধু টেনিস খেলোয়াড়দেরই হবে, তা নয়। যেসব কাজে কনুই থেকে কবজি পর্যন্ত ব্যবহারের প্রয়োজন হয়, সেসব পেশার মানুষেরও হতে পারে। ওয়াসার পাইপলাইনের মিস্ত্রি, রাজমিস্ত্রি, চানাচুরওয়ালা– তারাও রোগটির শিকার হতে পারেন।

ব্যথার লক্ষণ

ব্যথাটি মূলত কনুইয়ের বাইরের পাশটায় হতে থাকবে। সার্বক্ষণিক অথবা বিরামহীন এক অস্বস্তি ছড়িয়ে পড়বে কবজি পর্যন্ত। হাত চিত করে কোনো কিছু মুঠোয় চেপে ধরতে গেলে ব্যথার তীব্রতা বেড়ে যাবে। সামনে বা বাইরের পাশ থেকে আঙুল দিয়ে কনুইয়ের অস্থিতে চাপ প্রয়োগে ব্যথা অনুভূত হবে। হাত মুঠ করে কোনো কিছু চেপে ধরতে গিয়ে শক্তিহীনতার অনুভূতি হওয়া, এমনকি ভারী কিছু ধরা জিনিস হাত থেকে পড়েও যেতে পারে।

টেনিস এলবো বোঝার উপায়

এর জন্য একটি পরীক্ষা করা যেতে পারে। প্রথমে কনুই সোজা করে কবজি পর্যন্ত হাতের অংশকে উপুড় করতে হবে। এ অবস্থায় জোর করে কবজি ভাঁজ করলে কনুইয়ে ব্যথা অনুভূত হবে। এরপর কবজি আবার জোর করে উল্টো দিকে ভাঁজ করে শক্তির বিপরীতে কবজি থেকে কনুই পর্যন্ত চিত করতে গেলে টেনিস এলবোজনিত ক্ষতের জায়গায় ব্যথার তীব্রতা ও অস্বস্তি বেড়ে যাবে।

চিকিৎসা

কনুইকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্রাম দিতে হবে। এ ক্ষেত্রে কনুইয়ের কাস্ট বা স্প্লিন্ট ব্যবহার করা যেতে পারে। সঙ্গে কনুইয়ে হালকা গরম সেঁক। শর্ট ওয়েভ ডায়াথার্মি, আলট্রাসাউন্ড থেরাপি এবং রেডিয়েশন থেরাপিও ক্ষেত্রবিশেষে দেওয়া যেতে পারে। বেদনানাশক ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

সমস্যা যখন কনুইয়ের ব্যথা

আপডেট সময় : ১১:২৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

টেনিস এলবো এমন ধরনের দীর্ঘমেয়াদি অবস্থা, যার কারণে কনুইয়ে ব্যথা ও দুর্বলতা সৃষ্টি হয়। টেনিস এলবো যে শুধু টেনিস খেলোয়াড়দেরই হবে, তা নয়। যেসব কাজে কনুই থেকে কবজি পর্যন্ত ব্যবহারের প্রয়োজন হয়, সেসব পেশার মানুষেরও হতে পারে। ওয়াসার পাইপলাইনের মিস্ত্রি, রাজমিস্ত্রি, চানাচুরওয়ালা– তারাও রোগটির শিকার হতে পারেন।

ব্যথার লক্ষণ

ব্যথাটি মূলত কনুইয়ের বাইরের পাশটায় হতে থাকবে। সার্বক্ষণিক অথবা বিরামহীন এক অস্বস্তি ছড়িয়ে পড়বে কবজি পর্যন্ত। হাত চিত করে কোনো কিছু মুঠোয় চেপে ধরতে গেলে ব্যথার তীব্রতা বেড়ে যাবে। সামনে বা বাইরের পাশ থেকে আঙুল দিয়ে কনুইয়ের অস্থিতে চাপ প্রয়োগে ব্যথা অনুভূত হবে। হাত মুঠ করে কোনো কিছু চেপে ধরতে গিয়ে শক্তিহীনতার অনুভূতি হওয়া, এমনকি ভারী কিছু ধরা জিনিস হাত থেকে পড়েও যেতে পারে।

টেনিস এলবো বোঝার উপায়

এর জন্য একটি পরীক্ষা করা যেতে পারে। প্রথমে কনুই সোজা করে কবজি পর্যন্ত হাতের অংশকে উপুড় করতে হবে। এ অবস্থায় জোর করে কবজি ভাঁজ করলে কনুইয়ে ব্যথা অনুভূত হবে। এরপর কবজি আবার জোর করে উল্টো দিকে ভাঁজ করে শক্তির বিপরীতে কবজি থেকে কনুই পর্যন্ত চিত করতে গেলে টেনিস এলবোজনিত ক্ষতের জায়গায় ব্যথার তীব্রতা ও অস্বস্তি বেড়ে যাবে।

চিকিৎসা

কনুইকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্রাম দিতে হবে। এ ক্ষেত্রে কনুইয়ের কাস্ট বা স্প্লিন্ট ব্যবহার করা যেতে পারে। সঙ্গে কনুইয়ে হালকা গরম সেঁক। শর্ট ওয়েভ ডায়াথার্মি, আলট্রাসাউন্ড থেরাপি এবং রেডিয়েশন থেরাপিও ক্ষেত্রবিশেষে দেওয়া যেতে পারে। বেদনানাশক ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়।