**সদ্যপ্রাপ্ত সংবাদ**
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত
রংপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 44
রংপুরসহ আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ০। সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩ সেকেন্ড স্থায়ী ছিল এ কম্পন। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আবহাওয়া অফিস বলেছে, আমারা ঢাকা অফিস থেকে এই ভূমিকম্পের স্থায়ী সময় পাইনি।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এ ভূমিকম্পের উৎপত্তি রাজধানী ঢাকা থেকে ২০৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ০।