কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করার সুপারিশ

- আপডেট সময় : ০২:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / 122
জনপ্রশাসন সংস্কার কমিশন কুমিল্লা এবং ফরিদপুরকে নতুন বিভাগ করার সুপারিশ করবে। মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান কমিশনের সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।
তিনি বলেন, কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার বিষয়টি গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, এ দুটি অঞ্চলকে নতুন বিভাগ হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
মোখলেস উর রহমান আরও জানান, এই দুটি বিভাগ করতে কিছু জেলার সীমানা পুনর্বিন্যাসের প্রয়োজন হবে। তিনি বলেন, “আমরা এর জন্য একটি ম্যাপ তৈরি করেছি, যেখানে ১০টি সম্ভাব্য বিভাগের সীমানা নির্ধারণ করা হয়েছে। ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রেও কিছু পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে।”
মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীও বক্তব্য রাখেন।