পুলিশের ১৯ কর্মকর্তা পেলেন পদোন্নতি

- আপডেট সময় : ১২:১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / 102
অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।তাদেরকে পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা এক থেকে তাদেরকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাদেরকে পুলিশ সুপার (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৫ম গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
https://drive.google.com/file/d/1vZwsi_mORPJsHV05HG0qIGOvzgE8vCQ7/view?usp=sharing