মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি’র (অদক) সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০১:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / 135
মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি’র (অদক) এর ১২ দফা কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ইং, দুপুর ১২টার সময় মৌলভীবাজার শহরের চৌমুহনার পাশে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় অশ্লীলতা দমন কমিটি’র (অদক) সাধারণ সম্পাদক আব্দুল মুকিত তালুকদার এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সভাপতি মুফতি তাফাজ্জুল ইসলাম আরাবী, সহ-সভাপতি রুমেল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সায়েমী, অর্থ সম্পাদক আব্দুল আজিজ তরফদার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন, মিডিয়া বিষয়ক সম্পাদক সৈয়দ রুহুল আমিন, পরিকল্পনা সম্পাদক আবুল-আলা মোঃ মওদুদ, সংস্কৃতিক সম্পাদক বদরুল আমিন চৌধুরী সুফি, প্রমুখ।
সাংবাদিকদের উদ্দেশ্যে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বলেন, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এই অশ্লীলতা দমন কমিটির সকল কার্যক্রম আপনাদের মাধ্যমে আমরা দেশ এবং জাতির কাছে পৌঁছে দিব। আপনাদের মাধ্যমে আমাদের এই উঠতি বয়সী ছেলে-মেয়েরা, আমাদের ভাই-বোন, ভাগনা-ভাগ্নি ভাগ্নি, ভাতিজা ভাতিজী এবং অন্যান্যরা, তারা যাতে অবশ্যই এই অপসংস্কৃতি থেকে দূরে থাকে। সুস্থ সংস্কৃতি বিকাশের মাধ্যমে, তারা যাতে সুস্থ এবং সমৃদ্ধশালী একটি সমাজ আমাদেরকে দিতে পারে।
তিনি আরোও বলেন, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু আমরা মৌলভীবাজার থেকে এই কার্যক্রম শুরু করেছি, তাই মৌলভীবাজার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যারাই আপনাদের কাছে আসবে তাদেরকে যাতে আপনারা অনুমোদন না দিয়ে দেন। তারা আপনাদেরকে বলবে ওইখানে আমরা সংস্কৃতি অনুষ্ঠান করব, কিন্তু দেখা যায় রাত দশটার পরেই শুরু হয়ে যায় তাদের অশ্লীল-বেহায়াপনা নাচানাচি এবং অর্ধ উলঙ্গ মহিলাদের অশ্লীল নৃত্য ইত্যাদি।
অশ্লীলতা দমন কমিটি’র (অদক) সভাপতি মুফতি তাফাজ্জুল ইসলাম আরাবী-অদকের ১২ দফা দাবির ঘোষণা পত্র পরেন। অদকের ১২ দফা হচ্ছে –
দফা-১: উরুসের নামে বিভিন্ন মাজারে গান-বাজনা, উচ্চ শব্দে মাইক ব্যবহার করে নর্তকী ভাড়া করে গান গাওয়ানো সহ সকল অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
দফা-২: শহরে এবং শহরের বাহিরে অবস্থিত পার্ক, রিসোর্ট ও দর্শনীয় স্থানে সকল প্রকার অশ্লীলতা ও অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে হবে।
দফা-৩: শহরের ভিতরে যেসব আবাসিক হোটেল ও রেস্তোরাঁ রয়েছে সেগুলোতে ঝটিকা অভিযান করে অনৈতিক কাজ বন্ধ করতে হবে।
দফা-৪: ট্রান্স জেন্ডার, সমকামীতা, লীভ টুগেদার ইত্যাদি অশ্লীল ও অনৈতিক কর্মকান্ড আইন করে নিষিদ্ধ করতে হবে।
দফা-৫: সকল প্রকার অশ্লীল বিল বোর্ড, পোস্টার ও অশ্লীল বিজ্ঞাপন অপসারণ করতে হবে।
দফা-৬: বিভিন্ন দিবসকে উপলক্ষ্য করে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মেলা বসিয়ে জুয়ার আসর। মদ-গাঁজা সেবন করা এবং অশ্লীল গান ও নৃত্য করা বন্ধ করতে হবে।
দফা-৭: স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড অপ সংস্কৃতি ও প্রেম ভালোবাসার নামে সকল প্রকার বেহায়াপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
দফা-৮: অশ্লীল বইপত্র, ম্যাগাজিন, ফেস্টুন, প্লে-কার্ড ইত্যাদি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
দফা-৯: ‘সিনেমা, নাটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটুব, টিকটকে কন্টেন্ট ক্রিয়েশন এবং বিনোদনের নামে তৈরী করা যৌন সুড়সুড়ি মূলক অসামাজিক ভিডিও ধারণ এবং প্রচারনা বন্ধ করতে হবে।
দফা-১০: দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল প্রকার অশ্লীল পর্নোগ্রাফী সাইট স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
দফা-১১: সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূলবোধ ও নৈতিক উৎকর্ষ সাধনে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
দফা-১২: প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যাত্রাগান সহ সকল অশ্লীল আয়োজনের অনুমোদন প্রদান বন্ধ করতে হবে।