শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাই আটক

- আপডেট সময় : ০৬:৪২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 54
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১৬ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুলাভাইকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণধোলাইয়ের পর অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (৮ মার্চ) রাত ১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার (১০ মার্চ) রাতে।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. ওমর ফারুক (২৮) পেশায় কন্টেইনার গাড়ির চালক। শনিবার গভীর রাতে তিনি শ্যালিকার গায়ে হাত দেন। প্রথমে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সোমবার রাতে এক প্রতিবেশী নারী ঘটনাটি জানতে পেরে স্থানীয় যুবকদের সহায়তায় ওমর ফারুককে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ভুক্তভোগীর পরিবার সম্প্রতি কর্ণফুলীর ইছানগর এলাকায় বসবাস শুরু করে। এ সুযোগে ওমর ফারুক শ্যালিকাকে কুপ্রস্তাব দেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ভিকটিমকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
প্রথম পোস্ট/শরিফ